সর্বশেষ খবরঃ

দিনাজপুরে মন্দিরের কালি মূর্তি ভাংচুরের অভিযোগ

দিনাজপুরে মন্দিরের কালি মূর্তি ভাংচূড়ের অভিযোগ
দিনাজপুরে মন্দিরের কালি মূর্তি ভাংচূড়ের অভিযোগ

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে আবারও আদিপুরুষ শ্মশান মন্দিরের কালি মূর্তি ভাংচুরের অভিযোগ উঠেছে।এ ঘটনায় বনতারা বালুপাড়া শ্মশান ঘাটের সাধারন সম্পাদক শিব প্রসাদ বাদি হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বুধবার ( ১৩ফেব্রুয়ারি )রাতে দিনাজপুর সদরের ৮নং শংকরপুর ইউনিয়নের জিরো পয়েন্ট বনতারা বালুপাড়া আদিপুরুষ শ্মশান ঘাট কালি মন্দিরে এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর কোতোয়ালি পুলিশ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উওম কুমার রায় ও রতন সিং।

বুধবার ( ১৪ফেব্রুয়ারি ) সকালে বনতারা বালুপাড়া আদিপুরুষ শ্মশান ঘাট মন্দির প্রাঙ্গণে গেলে শ্মশানঘাট কালি মন্দিরের সেবায়েত শুপতু বর্মন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কতিপয় দুষ্কৃতীকারি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের শ্মশানঘাট কালি মন্দিরের কালি মূর্তি ভাংচুর করেছে।

বনতারা বালুপাড়া শ্মশান ঘাটের  সভাপতি উপেন্দ্র চন্দ্র বলেন,এই শ্মশানঘাট কালি মন্দিরের জায়গাটি স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান সরকারি খাস জমি দখলে রেখে আবাদ করা ব্যক্তিদের কাছ থেকে মন্দির করার জন্য ১০শতক জমি নিয়ে দিয়েছে । আর সেখানেই মন্দির গড়ে কালি মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করে আসছিলাম। হঠাৎ গতকাল রাতে কে বা কাহারা আমাদের মন্দিরের কালি মূর্তিটি ভেঙ্গেচুরে বাইরে ফেলে রেখে দিয়েছে।

শ্মশান ঘাটের সাধারন সম্পাদক শিব প্রসাদ বলেন আমাদের যতটুকু মাটি দিয়েছে সেখানেই মন্দির করে কালি পূজা করে আসছিলাম। অথচ যারা এই মূর্তি ভেঙ্গে দিয়েছে তারা মোটেও ভাল কাজ করেনি। এই জায়গাটি আমাদের আদি পুরুষদের শ্মশানঘাট ছিলএখন এগুলো আবাদ ভুমীতে পরিণত হয়েছে ।

৮নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রকৃত কারন খতিয়ে দেখছি।এই মন্দিরের জন্য জায়গাটি আমি খাস আবাদি জমির মালিকদের কাছ থেকেই নিয়ে দিয়েছিলাম।যে যার ধর্ম সে সে করবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কারো উচিত নয় । তবে ঘটনাটি কে ঘটিয়েছে আর কেনই বা করেছে সেটা তিনি স্পষ্ট করে কিছুই বলতে পারেনি।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ঘটনাটি শুনার পরপরই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ সদস্যদের পাঠিয়েছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষেই বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
নন্দীগ্রামে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল
নন্দীগ্রামে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মচারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি 
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মচারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিতে যশোরের নয় থানায় নতুন ওসি
নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিতে যশোরের নয় থানায় নতুন ওসি
বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ 
বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ 
জনবল সংকটে দুমকি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম স্থবির
জনবল সংকটে দুমকি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম স্থবির
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন