যশোর আজ রবিবার , ১৮ মে ২০২৫ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
মে ১৮, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
দিনাজপুরে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে ব্রিধান-১০২এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।

শনিবার( ১৭মে )পার্বতীপুর বড়দল এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পার্বতীপুর এর আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ,এন্ড রেসিলিয়েন ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় ( রাইস )কমিউনিটি বীজ উৎপাদন ব্লাস্টার প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ।

ব্রিধান-১০২ এর গুণগত মান,উদপাদনের পরিমাণ কৃষকের এই ধান উৎপাদনে আগ্রহের কারণ জানতে চাইলে পার্বতীপুর উপজেলার অতিঃকৃষি কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন ব্রিধান-১০২ এর ফলন অন্যান্য ধানের তুলনায় অনেক বেশী,প্রতি হেক্টরে ৯টনের অধিক ফলন হয়,এই ধান অধিক মাত্রায় জীন সমৃদ্ধ বায়ু ফোর্টিফাইভ।ঝড় বাতাসে সহজে ঢলে পড়ে না এবং ধান ঝরে পড়ে না।

বীজ বপনের পর থেকে ফলন আসতে সময় লাগে ১৫৫থেকে ১৫৯ দিন।হেক্টর প্রতি খরচ অনেক কম । পার্বতীপুর কৃষি সম্প্রসারণ সূত্রে জানানো হয় প্রাথমিকভাবে এর সফলতা অর্জনে তিনজন কৃষকের মাঝে এই বীজ সরবরাহ করা হয়েছে। তাদের কৃষি অফিসের পক্ষ থেকে সার,বীজ,পরামর্শ প্রদান করা হয়েছে।এমনকি বীজের জন্য ড্রাম সরবরাহ করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা।

কৃষক আব্দুর রহমান বলেন অধিক পুষ্টি গুন সম্পন্ন ও ফলন ভালো হওয়ায় আগামীতে এই ধানের প্রতি আগ্রহ প্রকাশ করেন তিনি। মূলত স্বল্প সময়ে অধিক ফলন,বাতাসে নুয়ে পড়ার বা ধান ঝরে পড়ার সম্ভাবনাও কম এবং কৃষি অফিসের সার্বিক সহযোগিতার কারণে ব্রিধান -১০২ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের।

সর্বশেষ - সারাদেশ