সর্বশেষ খবরঃ

দিনাজপুরে আরএফএল কোম্পানির এস আরকে আটকালো ব্যবসায়ীরা

দিনাজপুরে আরএফএল কোম্পানির এস আরকে আটকালো ব্যবসায়ীরা
ছবি সংগৃহীত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: অধিক মুনাফার লোভ দেখিয়ে শতাধিক ডিলারের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও থাকা আরএফএল এর নিযুক্ত এস আর মিলন আক্তারকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার বিকালে ( ১৮ সেপ্টেম্বর ) এস আর মিলন আক্তারকে নিয়ে আরএফএলের লিগ্যাল এডভাইজার মোঃ আসাদ আলী ,জোনাল ম্যানেজার মোঃআব্দুল জলিল সহ তিন অফিসার দিনাজপুর শহরের মডান মোড় কারপেট হাউজে উপস্থিত হলে আরএফএলের ম্যাটের ডিলার ও সাব ডিলারের মালিকগন এবং স্থানীয় ব্যবসায়িরা আরএফএলের অফিসারসহ এসআর মিলন আক্তারকে আটকে রাখা বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে আরএফএল কোম্পানির দিনাজপুর সদরের ডিলার মা ট্রেডাসের স্বত্বাধিকারি মৃত রমজান আলী রঞ্জন এর স্ত্রী জানান, আরএফএল এর জোনাল ম্যানেজারকে বিষয়টি অবগত করে পাওনা টাকা উঠানোর চেষ্টা করি।কিন্তু কোম্পানির লোকজন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সঠিক সিদ্ধান্ত দিতে না পারায় তাদেরকেও আটক করে রাখা হয় ।

উল্লেখ্য আর এফ এল কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলে ১৩ থানার বিভিন্ন উপজেলার শতাধিক ডিলারসহ সাব ডিলার এবং বিভিন্ন দোকানদারদের কাছ থেকে আনুমানিক কোটি টাকা নিয়ে উধাও হয়ে ছিলেন আরএফএল কোম্পানির এস আর মিলন।আটকৃতদের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা চালালে তারা কথা বলতে না চাওয়ায় বিবৃতি জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ডিলার ও দোকানদাররা জানান মোঃ মিলন আক্তার দীর্ঘদিন ধরে আরএফএল কোম্পানির এস আর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ডিলার সাব ডিলার দোকানদারদের অধিক মুনাফার সহযোগিতা করার কথা বলে তাদের জমাকৃত টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল-স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহককে দিয়ে দিতেন।

ভুক্তভোগীদের অভিযোগ,এভাবে অনেক ডিলারের লাখ লাখ টাকা ব্যাংকে জমা রাখার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন এস আর মিলন। কোম্পানির ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে কোটি টাকা লোপাট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

সংবাদ লেখাকালীন সময়ে আর এফ এল কোম্পানীর প্রতিনিধিদের সহিত স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায়ীক হিসাব-নিকাশের সূরাহ হয়নি।

আরো খবর

কৃষি গুচ্ছ ভর্তিতে অংশ নেবে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়
কৃষি গুচ্ছ ভর্তিতে অংশ নেবে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়
জামালপুরে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
জামালপুরে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু
হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু
শ্যামনগর আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্মারকলিপি প্রদান
জামালপুর পুলিশের অভিযানে অপহৃত নারী উদ্ধার
জামালপুর পুলিশের অভিযানে অপহৃত নারী উদ্ধার
মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন
মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন
মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে ১৫ নভেম্বর নতুন পোশাক
মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে ১৫ নভেম্বর থেকে নতুন পোশাক