সাহিদুল ইসলাম শাহীন:: যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০পিস ইয়াবাসহ মোঃ মহিরুল ইসলাম (৪৪) গ্রেফতার হয়েছে।রবিবার ( ১৮ সেপ্টেম্বর ) ডিবি পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে।
সে কতোয়ালী থানাধীন এনায়েতপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, এস আই রইচ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় কতোয়ালীথানাধীন এনায়েতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মহিরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবাসহ ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।
এ সংক্রান্তে এস আই ইমদাদুল হক বাদী হয়ে কতোয়ালী থানায় এজাহার দায়ের করেছেন বলে আরো জানা গেছে।