যশোর আজ শনিবার , ২৪ জুন ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডাঃ সংযুক্তা ১৩ বছর ধরে চি‌কিৎসা করছেন নিবন্ধন নবায়ন ছাড়াই

প্রতিবেদক
Jashore Post
জুন ২৪, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
ডাঃ সংযুক্তা ১৩ বছর ধরে চি‌কিৎসা করছেন নিবন্ধন নবায়ন ছাড়াই
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

১৩ বছর বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের ( বিএমডিসি ) নিবন্ধন নবায়ন না ক‌রেই চি‌‌কিৎসা করছেন সেন্ট্রাল হাসপাতালের আলোচিত চিকিৎসক ডাঃ সংযুক্তা সাহা।

এ প্রসঙ্গে তিনি ভুল স্বীকার করে বলেছেন, আমার আগেই নিবন্ধন নবায়ন করা উচিত ছিল। কিন্তু আমি এত ব্যস্ত থাকি যে, সময় পাইনি। এটা আমার ভুল হয়েছে।শনিবার ( ২৪ জুন ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাঃ সংযুক্তা এসব কথা বলেন।

ডাঃ সংযুক্তা বলেন, আমার নিবন্ধন নেই, তা কিন্তু না। নিবন্ধন আছে, তবে সেটি নবায়ন করা হয়নি। বিএমডিসিতে নবায়‌নের জন্য একটা ফি দিতে হয়। সেটা যে অনলাইনে দেওয়ার সিস্টেম ছিল, এটা আমি জানতাম না।

তিনি বলেন, মিডিয়াতে বেশি কথা বলে আমি কনফিউশনের সৃষ্টি করতে চাই না। ইতোমধ্যে সেন্ট্রাল হাসপাতাল এবং আমাকে নি‌য়ে দেশের কোটি-কোটি মানুষ কনফিউজড হ‌য়ে‌ছে। এ‌কেক মি‌ডিয়া একেকভাবে রিপোর্ট করছে। এসব দে‌খে-শুনে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার পক্ষে কথা বলাটাও এখন সম্ভব হয়ে ও‌ঠে না।

নিবন্ধনের জন্য ১৩ বছরে একবারও সময় হয়নি? জানতে চাইলে ডাঃ সংযুক্তা বলেন, যখন থেকে আমি মনসুর আলী মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান ছিলাম, তখন নিবন্ধনের বিষয়গুলো তারাই হ্যান্ডেল করতো। কাগজপত্র নিয়ে তারাই নবায়ন ক‌রে দিতো। সেন্ট্রাল হাসপাতা‌লে আসার পর সেটি আর করা হয়ে ওঠেনি।

প্রসঙ্গত, গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালে এক নবজাতকের মৃত্যু হয় এবং প্রসূ‌তির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। কয়েকদিন পরে মাহবুবা রহমান আঁখি নামের ওই মা অপর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী চিকিৎসক এবং সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও মিথ্যাচারের অভিযোগ এনে মামলা করেন।

সেন্ট্রাল হাসপাতালে ডাঃ সংযুক্তা সাহার অধীনে ভর্তি হয়েছিলেন আঁখি। তবে অভিযোগ রয়েছে রোগী ও তার পরিবারকে সার্জারির আগে বলা হয়েছিল যে ডাঃ সংযুক্তা সাহা অপারেশন করবেন। হাসপাতালে তাকে ওই চিকিৎসকের অধীনে ভর্তি করা হলেও ডাঃ সংযুক্তা সাহা সেসময় দেশে ছিলেন না। অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে অস্ত্রোপচার করে বাচ্চা বের করা হয়। পরদিন মারা যায় নবজাতক।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত