ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী পাইপগানসহ ইমদাদুল মন্ডল ( ৪১) নামের সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
রবিবার ( ২৪ সেপ্টেম্বর ) ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা শৈলকুপা থানাধীন বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানাই সে আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক এলাকায় মাদক ব্যবসা,চাঁদাবাজি,রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামত ও আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করে।