স্টাফ রিপোর্টার :: ঝিনাইদহ হতে ১৪৮০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- সাজ্জাদ হোসেন টিপু ( ৩০) ও শৈলকুপা থানা এলাকার বাপ্পি মুন্সি ( ২৫)।

র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ১৪ আগস্ট ) ঝিনাইদহ র্যাব ক্যম্পের সদস্যরা জেলার সদর থানাধীন আরবপুর জামতলা সড়কস্থ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাযতে থাকা ১৪৮০পিস ইয়াবা,৩টি মোবাইল সেট ও ৬টি ব্যবহৃত সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদের ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়।