আনোয়ার হোসেন :: যশোরের ঝিকরগাছায় শিক্ষকের প্রহারে গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মুন্নি খাতুন ( ১০ )নামের ৫ম শ্রেণির ছাত্রী। ভুক্তভোগী মুন্নি নোয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে।
পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তাকে বেদম মারধর করেছেন বলে জানা গেছে। গত বুধবার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবী তুলেছেন।
পরদিন বৃহস্পতিবার এ ঘটনায় ২সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস।
আহত ছাত্রীর মা আমেনা বেগম জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে পরপর তিনটি লাথি মারে। এতে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি স্কুলে যান।পরে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মুন্নি হাসপাতালে শিশু সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস জানান, নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তাগন তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।