যশোর আজ সোমবার , ১২ মে ২০২৫ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জেলা পর্যায়ে কিশোরদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
Jashore Post
মে ১২, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
জেলা পর্যায়ে কিশোরদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: তারুণ্যের উচ্ছ্বাস,সম্ভাবনার ঝলক এবং একটি প্রেরণাদায়ী পদক্ষেপ,এমন এক দৃশ্যপট তৈরি হয়েছে খাগড়াছড়ির স্টেডিয়ামে। তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শুরু হয়েছে অ-১৪ সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম।

সোমবার বিকেলে জেলার প্রাণকেন্দ্র খাগড়াছড়ি স্টেডিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ।

সাঁতার শিখতে আগ্রহী ৩০ জন শিশু-কিশোরকে বাছাই করা হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণার্থীদের জন্য প্রদান করা হয়েছে জার্সি,প্যান্ট ও সুইমিং ক্যাপ।ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্যম এনে দিয়েছে।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান,”সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীরা পাবেন সনদপত্র,আর সবচেয়ে বড় প্রাপ্তি,একটি জীবনের দক্ষতা,আত্মবিশ্বাস আর পানির সঙ্গে বন্ধুত্ব। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারীদের জার্সি, প্যান্ট ও সুইমিং ক্যাপ সরবরাহ করা হয়েছে। কোর্স শেষে সফলদের প্রদান করা হবে সনদপত্র।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান,এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিশুরা শুধু সাঁতার শিখবে না, তারা শিখবে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বপ্ন দেখার সাহস। পাহাড়ি এই জনপদে এমন প্রশিক্ষণ যেন তরুণদের নতুন সম্ভাবনার দিগন্তে এগিয়ে যেতে উৎসাহ দেয়,এমনটাই প্রত্যাশা সবার।

সর্বশেষ - সারাদেশ