
স ম জিয়াউর রহমান :: চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে গত রবিবার ( ২৩ নভেম্বর ) বিকাল ৩টায় নগরীর জাম্বুরী পার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উপদেষ্টা ও চট্টগ্রাম জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পরিবেশ সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ সেলিম উদ্দিন।
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ( মিডিয়া এন্ড কমিউনিকেশন ) নজীব চৌধুরী, লায়ন মোঃ মাহতাব উদ্দিন,একরামুল হক বাবুল, সাবরিনা আফরোজা।
এ সময় উপস্থিত আরও ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মোঃ ফোরকান আলী,ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন, শিক্ষা সম্পাদক তানলিমা আকতার প্রিয়া, অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি,শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, উপদেষ্টা খুরশিদা খানম,রাবেয়া সুলতানা মুনা।
প্রধান অতিথির বক্তব্যে ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা মাহি বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিকতায় গড়ে তুলতে সবুজায়নের উপর জোর দিতে হবে। মানুষের ক্রমবিকাশ বসতি গড়ার ফলে চট্টগ্রামের পাহাড় এবং বৃক্ষরাজি হুমকির মুখে। তাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো উদ্যোগী হয়ে নগরের সকল মানুষকে চট্টগ্রামকে রক্ষা করতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
সভায় বক্তারা বলেন, জাম্বুরী পার্ক চট্টগ্রামের ব্যস্হতম এলাকায় হওয়ায় ভ্রমণপিপাসু মানুষের কাছে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠেছে। এটা এখন নগরবাসীর একমাত্র উম্মুক্ত বিনোদন কেন্দ্র হওয়ার ফলে সাধারণ মানুষের কাছে বাড়তি আকর্ষণ রয়েছে। পার্কটি আরও আধুনিক ও নান্দনিকভাবে সাজালে দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠবে।
সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সহযোগিতায় করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং পার্কের প্রবেশ পথে ৬টি ময়লা-আবর্জনার ফেলার ডাস্টবিন স্থাপনের দাবি জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ভ্রমণপিপাসু আগত লোকজনের মাঝে ১০০০ টি ঔষধি, ফলজ, শীতকালীন সবজি ও সৌন্দর্য্যবর্ধনে ফুলের চারা বিতরণ করা হয়।