
মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর) জেলা প্রতিনিধি :: “বিএনপি’র সাবেক মহাসচিব,সাবেক মন্ত্রী,বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীতে জামালপুর জেলা যুবদলের তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
জামালপুরের উরবর মাটির গর্বিত সন্তান ক্ষণজন্মা পুরুষ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাবেক জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি, ক্রেন্দীয় বিএনপির কোষাধ্যক্ষ এম এ রশিদ্দুদ জামান মিল্লাত এর তত্ত্বাবধানে, সাবেক জেলা ছাত্রদলের সাভাপতিঃ জেলা যুবদলের সদ্যস সচিব মোঃ সুহেল রানা খান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
জনগণের নাগরিক অধিকার তথা বাক, ব্যক্তি, চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পূণ:রুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় থেকেছেন গণআন্দোলনের সম্মুখ কাতারে।
৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে বিএনপি’র নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তাঁর অবদান প্রশংসনীয়।
জনাব সালাম তালুকদার ছিলেন স্পষ্টবাদী, ঋজু ও নানা বিরোধীতার মুখেও নিজ কর্তব্যে দৃঢ় একজন উচ্চ মার্গের রাজনৈতিক নেতা। তিনি এদেশের রাজনৈতিক অঙ্গনে একজন মার্জিত ও সংস্কৃতবান রাজনীতিবিদ হিসেবে সমাদৃত ছিলেন।
বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকালে জনাব সালাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। দুই মেয়াদে মন্ত্রী হিসেবেও তিনি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
জামালপুর জেলা যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জামালপুর এই সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন ।