স ম জিয়াউর রহমান ( চট্টগ্রাম )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইন্দং ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল নেতা ডাঃ হান্নান শাহ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
গত (২৭ সেপ্টেম্বর )শনিবার এক অনুষ্ঠানে প্রাথমিক ফরম পূরণের মাধ্যমে বিএনপির অঙ্গ সংগঠন পাইন্দং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃমোঃ হান্নান শাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২( ফটিকছড়ি )আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও পাইন্দং ইউনিয়নের কৃতি সন্তান ও শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এই যোগদানের মাধ্যমে এলাকায় জামায়াতে ইসলামী আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতৃবৃন্দ।