যশোর আজ বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

অব‌শে‌ষে যুদ্ধাপরা‌ধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা ক‌রে প্রজ্ঞাপন জা‌রি করে‌ছে সরকার।

বৃহস্প‌তিবার ( ১ আগস্ট ) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থে‌কে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি করা হয়ে‌ছে।

এর আগে দুপু‌রে আইনমন্ত্রী আনিসুল হক জানান, কিছুক্ষ‌ণের ম‌ধ্যে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী ও ছাত্রশি‌বির‌কে ‌নি‌ষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জা‌রি করা হবে। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ‌তি‌নি এ তথ‌্য জানান।

আইনমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ এর অঙ্গসংগঠন রাজনৈতকিভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তি‌নি বলেন, জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার ফাইল ভেটিং ( বাংলাদেশের মতামত ) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জামায়াতে ইসলামী আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করলে সরকারের সেই প্রস্তুতি আছে ব‌লেও জানান মন্ত্রী।

বুধবা‌রের ম‌ধ্যে জামায়াত নি‌ষিদ্ধ হওয়ার কথা জানা‌লেও আইনমন্ত্রী আজ জামায়াত নি‌ষিদ্ধ করার প্রজ্ঞাপন জা‌রির কথা ব‌লে‌ন।

এর আগে বুধবার ( ৩১ জুলাই ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে যেকো‌নো সময় নিষিদ্ধ করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছি‌লেন। মন্ত্রী বলেন,সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিল। এদেশে মুক্তিযুদ্ধের পক্ষের এবং সুশীল সমাজের লোকজন জামায়াত কে নিষিদ্ধের কথা বলে আসছেন। এটা সাধারণ মানুষের দাবি ছিল। এ নিয়ে ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তারাও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলেন।

জামায়াত-শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির-বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদেরকে বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।

শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশসহ দেড়শ মানুষ নিহত এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতুভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় নাশকতায় বিএনপি ও জামায়াত-শিবির জ‌ড়িত ব‌লে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

তারই পরিপ্রেক্ষি‌তে সোমবার ( ২৯ জুলাই ) ক্ষমতসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় শ‌রিকদলগু‌লো জামায়াত-শিবিরকে নিষিদ্ধের প্রস্তাব ‌দি‌লে সর্বস্মতভা‌বে সিদ্ধান্ত পাস হয়।

ওই দিন সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে,দেশবিরোধী অপশক্তি নির্মূলের জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন‌কে ঘি‌রে সারা ‌দে‌শে স‌হিংসতা ও নাশকতায় ‌লিপ্ত থাকাসহ জ‌ঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনী‌তি নি‌ষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবার ( ৩০ জুলাই ) আইনমন্ত্রী সাংবাদিকদের জানান।

নির্বাহী আদেশে বুধবারের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে জানিয়ে আইনমন্ত্রী বলেছিলেন, গত ১৬ জুলাই থেকে কোটাবিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, যারা কোটাবিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন, এ সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কাছে তথ্য-উপাত্ত আছে, জামায়াত-বিএনপি ও ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলের যারা জঙ্গি, তারাই এটা করেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে আইনশৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে।এরপর তিনি ওই দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। বৈঠ‌কে জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ করার নী‌তিগত সিদ্ধান্ত হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দলটির সা‌বেক আমির ম‌তিউর রহমান নিজামীসহ শীর্ষ‌নেতা‌দের সাজা হয়েছে। গঠিত বিশেষ ট্রাইবুনালে বিচারের পর মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামারুজ্জামানসহ পাঁচ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জামায়াতের আমির অধ্যাপক গোলাম আযমের মামলার রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে আখ্যায়িত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, জামায়াত একটি অপরাধী সংগঠন। একাত্তরে তাদের ভূমিকা ছিল দেশের স্বার্থের পরিপন্থি।

প্রসঙ্গত, বাংলাদেশে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। রাজনৈতিক নানা পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামায়াত। ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশে নির্বাচনে অংশ নেয় দলটি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে জামায়াতের কয়েকজন নেতা মন্ত্রিসভায়ও স্থান পান, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০০৮ সালে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়। এরপর দলটির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ৮ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে

পরমাণু কর্মসূচি জোরদার করার প্রতুশ্রুতি দিলেন কিম

পরমাণু কর্মসূচি জোরদার করার প্রতুশ্রুতি দিলেন কিম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল

বেনাপোলে বিজিবির প্রচেষ্টায় দালাল মুক্ত হলো চেকপোষ্ট সংলগ্ন এলাকা

বেনাপোলে বিজিবির প্রচেষ্টায় দালাল মুক্ত হলো চেকপোষ্ট সংলগ্ন এলাকা

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতিমূলক সভা

শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতিমূলক সভা

হার্ট ও লিভার রোগে আক্রান্ত গ্রাম পুলিশ আলামিন বাঁচতে চায়

হার্ট ও লিভার রোগে আক্রান্ত গ্রাম পুলিশ আলামিন বাঁচতে চায়

অভিনেত্রী সারার ক্যামেরার সামনে পোশাক বদলের ভিডিও ভাইরাল

অভিনেত্রী সারার ক্যামেরার সামনে পোশাক বদলের ভিডিও ভাইরাল

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২পিস স্বর্ণবার উদ্ধার

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২পিস স্বর্ণবার উদ্ধার

জামিনে মুক্তি পেলেন যুব মহিলালীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া

জামিনে মুক্তি পেলেন যুব মহিলালীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া