বেনাপোল প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষ্যে দেশব্যাপী আজ থেকে তিন দিন প্রচার প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দল গুলো।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর )বেনাপোল বাজারে প্রচারণার অংশ হিসাবে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ পৌর যুবদল,পৌর স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা। আগামী ৭ই জানুয়ারীর ডামি নির্বাচন বর্জনে জনগনকে উদ্বুদ্ধ ও সচেতন করে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এই লিফলেট বিতরণ করা হচ্ছে বলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ নিশ্চিত করেন।
বৃহষ্পতিবার সকাল ৭টা হতে বেনাপোল ট বাজার ব্যবসায়ী ও বেনাপোল বাজারে আগত সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।