সর্বশেষ খবরঃ

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ
ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে অবহেলা, মূল ঘাতকসহ জড়িত সকল আসামির গ্রেফতার, দ্রুত বিচার ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল।

রবিবার ( ১৮ মে )দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে খাগড়াছড়ি গেইট, প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রস্থল চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ রানা। তিনি বলেন, “সাম্য ছিল একজন প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ আজও মূল ঘাতকরা ধরা ছোঁয়ার বাইরে। তদন্তে অযথা সময়ক্ষেপণ ও উদাসীনতা প্রমাণ করে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত পদক্ষেপ দাবি করি।”

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ। তিনি বলেন, “একজন ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারীরা গ্রেফতার হয়নি। প্রশাসনের এই নির্লিপ্ততা আমাদের হতাশ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান তার বক্তব্যে বলেন, “ছাত্রদের নিরাপত্তা আজ হুমকির মুখে। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে হলে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি—তদন্তে স্বচ্ছতা আনুন, গাফিলতি বন্ধ করুন।”

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ বলেন, “সাম্যর হত্যার বিচার শুধু একজন ছাত্রনেতার নয়, বরং হাজারো ছাত্রের নিরাপত্তার প্রশ্ন। বিচার না হলে ভবিষ্যতে আরও সাম্যর রক্ত ঝরবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা সকলেই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন এবং অবিলম্বে সাম্য হত্যার সঠিক তদন্ত ও ঘাতকদের কঠোর বিচার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প