সর্বশেষ খবরঃ

গৌরীপুরে একদিনে ৩জনের অস্বাভাবিক মৃত্যু!

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু
প্রতিকী ছবি

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ৫ নভেম্বর ২৪ ) একদিনে ( ২৪ ঘন্টায় ) তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার।

তিনি জানান, দৌলতপুর এলাকার চান মিয়া ও কলতাপাড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পৌর শহরের কলাবাগান এলাকায় জয় কুমার সিংহের লাশ তার মায়ের আবেদেনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বড়বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস ( ১৯ ) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মোঃ বিপুল মিয়ার স্ত্রী।

নিহতের বাবা ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ আব্দুল লতিফ জানান, আড়াই মাস আগে আমার মেয়ের সঙ্গে বিপুল মিয়ার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বা মেরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে তারা প্রচার দেয়।

তার স্বজনরা জানান, জান্নাতুলের শরীরের মেহেদী রঙও তো মুছে নাই, ওর শরীরে হৃদয়ের রঙও বিবর্ণ হয়নি এর আগেই লাশ হয়ে গেছে ফুটফুটে মেয়েটি। নিহতের বাবা আব্দুল লতিফ জানান, আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।

অপরদিকে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের চান মিয়া (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ নভেম্বর/২৫) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড মেম্বার মোঃ ওয়াসিম আকন্দ।

পরিবার সূত্র জানায়, শনিবার ( ২৬ অক্টোবর/২৪ ) ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে দৌলতপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র চান মিয়া (৫৫)। স্বজনরা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে উপজেলা পৌর শহরের কালিপুর মধ্যম তরফ ( কলাবাগান ) মহল্লার এলাকায় জয় সিংহ ( ২৫ ) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত রতন কুমার সিংহের পুত্র।

পরিবার সূত্র জানায়, সোমবার ( ৪ নভেম্বর/২৪ ) রাত সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন গৌরীপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বানী রানী সিংহ আবেদনের প্রেক্ষিতে পুলিশ লাশ হস্তান্তর করেন।

আরো খবর

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা