সর্বশেষ খবরঃ

গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা
গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: নতুন কোনো করারোপ ছাড়াই গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার( ৩০ জুন )দুপুর ২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ( ভূমি )সুনন্দা সরকার প্রমা।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ ইং অর্থবছরে গৌরীপুর পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা । অপরদিকে, বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা।

সংবাদ সম্মেলনে সুনন্দা সরকার প্রমা বলেন,এ বাজেটে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বাজারের ড্রেনসহ ফুটপাত নির্মাণ, বিভিন্ন খাল খনন, আরসিসি ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন প্রভৃতি।’

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন দাস, উপজেলা প্রকৌশলী অসিত বর্মন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে ইউসুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আন্জুমান আরা বেগম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা,গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, রইছ উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, সাজ্জাতুল ইসলাম, ফারুক আহাম্মদ, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব,মোকামাল উদ্দিন, বোরহান উদ্দিন, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, সুপক রঞ্জন উকিল, আবুল কালাম আজাদ প্রমুখ ।

এদিন সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃআজিজুল বারী হেলাল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃ আজিজুল বারী হেলাল
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ