আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিপ্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে।নিহত ব্যক্তি রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় দুুইজনকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত ) বুলবুল ইসলাম জানান,উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তার চাচাতো ভাই শফিকুল ইসলামের দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।