যশোর আজ শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে সহিংসতায় তিন জন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সহিংসতায় তিন জন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির সহিংস ঘটনায় ৩ জন নিহত ও ২০ জনের মত আহত হয়েছেন। দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে ও অগ্নিকান্ডের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১জন মারা গেছে।আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের জেরে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে। এতে দীঘিনালার লারমা স্কয়ারে প্রায় শতাধিক দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানেেএলাকায় আতংক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি জেলা সদর,দীঘিনালা ও পানছড়িতে নিরাপত্তা বাহিনীকে টহল দিতে দেখা যাচ্ছে ।

স্থানীয়রা জানান, গত বুধবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া এলাকায় একটি মোটর সাইকেল চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত মামুন হত্যাকান্ডের প্রতিবাদে বৃহষ্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

বিক্ষোভ মিছিল বের হলে পাহাড়ী-বাঙ্গালী ছাত্র জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে। পরে তা দুই পক্ষে মধ্যে সংঘাত ও সহিংসতায় রুপ নেয়। পর্যায়ে লারমা স্কয়ারে আগুন দেয় বিক্ষোভকারীরা । এতে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১০২টি দোকানপাট ও বসত বাড়ী ।

অপর দিকে ঘটনার জের ধরে বৃহষ্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের নারানখাইয়া এলাকায় ব্রাশফায়ারে আহত হয়েছেন অন্তত ১৫-২০জন৷ নিহত হয়েছেন ৩জন।নিহতরা হলেন- জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল ত্রিপুরা (২১)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

শুক্রবার ( ২০ সেপ্টম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান। তিনি জানান,খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এছাড়াও সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানান তিনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে। আগুন নেভানো কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের নারানখাইয়া,স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়।পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত গুলির শব্দ পাওয়া যায়।খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতভর খাগড়াছড়ি জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সর্বশেষ - সারাদেশ