যশোর আজ রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “প্রতিটি শিশুরঅ ধিকার,রক্ষা আমাদের অঙ্গীকার”।

রবিবার(২৯সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

এ দিন বাংলাদেশ শিশু একাডেমি খাগড়াছড়ি জেলা’র উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জেলাএনসিটিএফ’র সভাপতি নূর ইশরাত জাহান ও সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরা’র সঞ্চালনায় অতিথি বক্তারা বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।পড়ার সময় ভালোভাবে পড়াশোনা করবে।তোমাদের অভিভাবক,শিক্ষক, পিতা-মাতা যে সকল সাজেশন দিবে সেগুলোকে অনুসরণ করতে হবে।

শিশুদের অবশ্যই অভিভাবক ও গুরুজনদের কথা মানতে হবে। তোমরা এখন অনেক ছোট। মানুষের জীবন খুবই কঠিন। কিন্তু একদিকে অনেক সুন্দর। যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি,সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের জীবন অনেক সুন্দর।

পৃথিবী এক পক্ষে খুব কঠিন,এক পক্ষে অসাধারণ সুন্দর। এর রুপ-রস অসাধারণ। সবকিছুই উপভোগ করার মত পৃথিবী তাদের জন্য সুন্দর,যারা সাকসেসফুল তারাই পৃথিবীর রুপ,রস ও সৌন্দর্য উপভোগ করতে পারবে আর যারা ব্যর্থ তারা কঠিন সময়টাকে ভোগ করতে হবে,এর কোন বিকল্প নাই।

এই সব কিছুই নির্ভর করে আজকের এই শিশুদের উপর। এই ছোট বয়সে শিশুরা কিভাবে কাটাচ্ছেন,তার উপর নির্ভর করে তোমাদের বাকি জীবন। শিশুর সঠিক বিকাশের জন্য অভিভাবকদের প্রতি যথোপযুক্ত দায়িত্ব পালন করার আহ্বান তিনি।

এ সময় বিশেষ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান,জাতীয় মহিলা সংস্থা’র কর্মকর্তা উথান চৌধুরী প্রমূখ।

এ সময় জেলা শিশু একাডেমি’র ডাটা এন্ট্রি অপারেটর মোঃ ইকবাল হোসেন,জেলা এনসিটিএফ’র সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ