যশোর আজ শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে লুট হওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ২নারী

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১৮, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
খাগড়াছড়িতে লুট হওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ২নারী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের মোহাম্মদপুরে লুট করা নগদ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ ২জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৫টা ৪৫মিনিটে ২জন নারী( ছিনতাইকারী ) বোরকা পরিহিত ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় খাগড়াছড়ি সদরস্থ পৌরসভা ০২নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর আনোয়ার হোসেন ঘরের দরজায় এসে দরজা খোলার জন্য বলে ।

তখন আনোয়ার হোসেনের স্ত্রী রাহেনা বেগম (৫৫)ঘরের দরজা খুলে দেন।পরে ২ছিনতাইকারি নারী প্রসাব করার কথা বলে ঘরের ভিতর টয়লেটে যায়। এই সুযোগে উক্ত ০২ নারী তাদের হাতে হ্যান্ড গ্লাভস পড়িয়া রাহেনা বেগম’কে দুই পা টান দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ঝাঁপিয়ে ধরেন । একপর্যায়ে তারা ওড়না দিয়ে জোর পূর্বক রাহেনা বেগম-কে দুই হাত এবং ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে ।

তারা এলোপাতারি রাহেনা বেগমকে কিল,ঘুষি মারে এবং ধারালো চাকু দিয়ে প্রাণে হত্যার ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে যে,ঘরের কোথায় টাকা আছে বল,যদি না বলিছ, তাহলে ধারালো চাকু দিয়ে প্রাণে মেরে ফেলবো ।এতে রাহেনা বেগম প্রাণ ভয়ে আলমিরার ভিতরে জমি বিক্রয় বাবদ নগদ ২লক্ষ ৫০হাজার টাকা আছে বলে দেয়।

তখন ছিনতাইকারীরা আলমিরার তালা ভেঙ্গে রক্ষিত থাকা নগদ ২লক্ষ ৫০হাজার টাকা নিয়ে নেয় । এছাড়াও ছিনতাইকারীরা রাহেনা বেগমকে মারধর করিয়া তার গলায় থাকা ০৮ আনা ওজনের ০১টি স্বর্ণের চেইন মূল্য অনুমান ৬০হাজার টাকা এবং ০১টি স্বর্ণের নাকফুল, যার আনুমানিক মূল্য ৫হাজার টাকা ছিনতাই করে নিয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনায় জড়িত পারুল বেগম( ৩৬) ও মুক্তা আক্তার( ২১) নামে দুইজন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আটককৃত ছিনতাইকারীর কাছ থেকে লুট করা নগদ ১৮হাজার টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত হ্যান্ড গ্লাভস, মাস্ক ,দুইটি বোরকা ও হিজাব ক্যাপ জব্দ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা জানান,এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছে। মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - সারাদেশ