খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা,গাজাঁ,নগদ টাকা এবং ১টি প্রাইভেটকারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী রামগড় উপজেলার আবাসিক এলাকার সামছুল হকের ছেলে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার ) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৬জুলাই খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান ও চেকপোষ্ট পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভাস্থ রামগড় উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে আব্দুল্লাহ আল মামুন ( ৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ০১টি প্রাইভেটকার গাড়ীসহ উক্ত প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নীচ থেকে ১কেজি গাঁজা ও তার প্যান্টের ডান পকেট হইতে ৪০ পিস ইয়াবা এবং নগদ ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।