খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে পাহাড়ি সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের
সঙ্গে ধাক্কা লেগে প্রায় ২০জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ( ১৮ জুন ) রাত সাড়ে ৯ টার দিকে খাগড়াছড়ির গুইমারা
উপজেলার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,শান্তি পরিবহন নামের একটি বাস মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি সদরের দিকে যাচ্ছিল।যাওয়ার পথে গুইমারা উপজেলার হাতিমুড়ার পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন।
এ দুর্ঘটনায় প্রায় ২০ জনের মতো যাত্রীকে চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে বিকার সাড়ে ৪টায় সাজেক পাহাড় থেকে খাগড়াছড়িতে ফেরার পথে দীঘিনালা মাইনী সেতু’র কাছাকাছি সড়ক দুর্ঘটনায় রাজিব শেখ (২৫) নামে এক পর্যটক নিহত হন।