যশোর আজ মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে নাগরিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২৯, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে নাগরিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার উন্নয়ন,শান্তি-সম্প্রীতি রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

মঙ্গলবার( ২৯ এপ্রিল ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলায়তনে এক মতিবিনময় সভায় এ আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন,জেলায় অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে কোনভাবে ছাড় দেওয়া হবে না। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সেনবাহিনীর নেতৃত্বে প্রশাসন কাজ করছে।

তিনি বলেন, জেলায় অবৈধভাবে পাহাড় কাটা,বালি উত্তোলন ছড়া নদী দখলে জড়িতদের তালিকা.তৈরি করা হয়েছে। আমরা যেকোনো সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবো।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,এসিল্যান্ড সিরাজুম কায়সার মুনিয়া, সদর থানার ( তদন্ত )পরিদর্শক সুজন কান্তি বড়ুয়া,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক মধু মঙ্গল চাকমা ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহবায়ক খনি রঞ্জনসহ রাজনৈতিক নেতৃত্ব,জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ