যশোর আজ শনিবার , ২৪ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৪, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ( সাবেক রাষ্ট্রদূত ) সুপ্রদীপ চাকমা।

শুক্রবার(২৩আগস্ট) দুপুরের দিকে খাগড়াছড়ির জেলা সদরস্থ গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় কয়েক শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণের পরপরেই বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জ পাড়া, উত্তর গঞ্জ পাড়া, গোলাবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ সময় তিনি প্রত্যেকটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ত্রাণ সহায়তা পায় সেজন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। এই সময় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদের ঘরবাড়ি রাস্তাঘাট ভেঙে যাওয়া সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

পার্বত্য উপদেষ্টা বলেন,আমরা পানি কমে গেলে তালিকা করে সকল ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করবো। তিনি আরও বলেন আমাদের পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। যদি এগুলো না কুলায় আমরা ফাইন্যান্স মিনিস্ট্রির সহায়তা চাওয়া হবে।

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান,জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধরসহ বিভিন্ন পর্যায়ে জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ