যশোর আজ বুধবার , ১৪ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৪, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি সড়কে পুরোদমে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু। বৈরী পরিস্থিতি কাটিয়ে পাহাড়ি জনপদে শান্তিশৃঙ্খলা ফেরাতেখাগড়াছড়িতে কাজে যোগদান করার মাধ্যমে শুরু করেছে ট্রাফিকপুলিশ।

মঙ্গলবার( ১৩আগস্ট ) সকাল থেকে ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই ) সুপ্রিয় দেব এর নেতৃত্বে শহরের শাপলা চত্ত্বরে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করছে। দীর্ঘদিন কর্মবিরতির পর কাজে যোগ দিতে শহরের প্রাণ কেন্দ্র শাপলা চত্ত্বরে পূর্বের ন্যায় ট্রাফিকপুলিশের কার্যক্রম দেখা যায়।

এসময় ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই ) সুপ্রিয় দেব, সার্জেন্ট তরুণ কুমার দাশ, এসআই মাহফুজ উর রহমানের নেতৃত্বে ট্রাফিকপুলিশের সদস্যরা পূর্বের ন্যায় ট্রাফিকের কার্যক্রম শুরু করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাহাবুব আলম জানান আন্দোলনরত শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেস্টা চালিয়ে গেছেন। ট্রাফিকপুলিশ সদস্যরা কাজে যোগদান করার ফলে জনমনে স্বস্তি ফিরছে। এরপরেও তারা যদি আমাদের প্রয়োজন মনে করেন আমরা সর্বাত্মক সহযোগীতা থাকবে বলে আশ্বাস দেন৷

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই ) সুপ্রিয় দেব জানান,দেশের ক্রাইসিস সময়ে সাধারণ ছাত্র,রেড ক্রিসেন্ট, বিএসিসিসহ অনেকেই ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে চমৎকারভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমরা দীর্ঘদিন কর্মবিরতি পর সোমবার বিকাল থেকে সীমিতভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি। আজ থেকে পুরোদমে ট্রাফিকের দায়িত্ব পালন করছি।আমাদের লোকবল কম বর্তমানে। আমাদের সাথে শিক্ষার্থী,রেড ক্রিসেন্ট সদস্যরা আমাদের সাথে কিছুদিন দায়িত্ব পালন করতে চাইলে তাদেরকে স্বাগত জানাবো।

সর্বশেষ - সারাদেশ