খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে টপ স্টার গ্রুপ কান্ট্রি ডিরেক্টর সাদ্দাম জহিরের সমন্বয়ে ঢাকা নিউ ইস্কাটনের ব্যবসায়ী এবং লন্ডন থেকে এক প্রবাসী’র সহযোগিতায় পাহাড়ে টানা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১০সেপ্টেম্বর )বিকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পূর্ণবাসন পাড়া, তেরাং তৈকালাই পাড়া ও ব্যাঙমারা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চাউল,ডাল,তেল,সাবান,লবণ,মরিচের গুড়া,হুইল পাউডার,পেয়াঁজ,আলুসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন আলুটিলা পুনর্বাসন পাড়ার কার্বারী ভুবন কিরণ ত্রিপুরা, কার্বারী মনো বিকাশ ত্রিপুরা, গনমাধ্যম কর্মী ত্রিপন জয় ত্রিপুরা ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরাসহ আরও অনেকে।