খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও আনসার-ভিডিপি উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বাহিনীর সকল ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ কর্মসূচি ও জেলা’র আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের মিশ্র ফলের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।
মঙ্গলবার ( ৩০জুলাই ) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা সদরস্থ চেঙ্গী ব্রিজ সংলগ্ন সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান। চারা বিতরণের পরপরেই বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধরনের মিশ্র ফল,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট রাকিবুল হক চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলার আনসার ভিডিপি’র কর্মকর্তা রোকেয়া পারভীনসহ ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।