সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জরাজীর্ণ বিদ্যালয়ের উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে জরাজীর্ণ বিদ্যালয়ে উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান
খাগড়াছড়িতে জরাজীর্ণ বিদ্যালয়ে উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়ে দিতে এবং শিশুদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুব আলম।

সোমবার ( ১১ আগস্ট )দুপুরে জেলা সদরের পূর্ব শালবন আদর্শ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকার সহায়তা প্রদান করেন।

দুপুরের রোদ উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছিল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। ছোট ছোট শিক্ষার্থীরা হাতে নতুন ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন র‍্যাকেট ও অন্যান্য ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। হাসিমুখে তারা প্রতিশ্রুতি দেয়,পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও তারা সমান মনোযোগী হবে।

সহায়তা প্রদানকালে মোঃ মাহাবুব আলম বলেন, “শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ তৈরি করা আমাদের অঙ্গীকার। শুধু বই-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তারা হবে সুস্থ, সবল ও সৃজনশীল নাগরিক।” তিনি ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।তারা জেলা পরিষদ সদস্যের এই উদ্যোগকে শিক্ষাঙ্গনের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে অভিহিত করেন।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, এই সহায়তা কেবল আর্থিক নয়,এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আগ্রহকে বহুগুণে বাড়িয়ে তুলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে এবং বিদ্যালয়ের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

সেদিন বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আবহ,শিশুদের উচ্ছ্বাস, শিক্ষকদের কৃতজ্ঞতা আর অতিথিদের আন্তরিকতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় এক দিন।

আরো খবর

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা