যশোর আজ রবিবার , ১০ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে কিশোর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ১০, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
খাগড়াছড়িতে কিশোর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর আগে নুরুল ইসলাম হৃদয় নামের এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার( ১০নভেম্বর )দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিতরা হলেন- দীঘিনারা বেতছড়ি এলাকার আক্তার হোসেন,আসাদুল ইসলাম ও মোবারক হোসেন।

এদিন রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছে বলে তিনি আরো জানিয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি তাদের বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ার কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে।

এ ঘটনায় হৃদয়ের বাবা মোঃ আব্দুস ছালাম বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মোঃ আরিফ হোসেন,আমজাদ হোসেন ও শফিক মিয়াকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

সর্বশেষ - সারাদেশ