খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলা মহালছড়া এলাকায় মালবাহী কাভার্ড ভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার( ২৪ মে ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি অভিমুখে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি মালবাহী কাভার্ড ভ্যান বেপরোয়াভাবে সোজা গিয়ে ইটবোঝাই ট্রাক্টরকে পেছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাভার্ড ভ্যানটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, মো. রহিম (৪০), মোঃ শাহীন, মোঃ রমজান আলী (২৭) ও থে অংগ্য মারমা (২৭)। তারা সবাই ট্রাক্টরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আহতদের তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি )মোঃ আব্দুর বাতেন মৃধা জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সুজন চন্দ্র রায় জানান, “দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যাই। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।