খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।
ইউএনও জানান, অনুমোদন ছাড়া পাহাড় কেটে সমতল করার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়েছে,যা ভারী বর্ষণে ভূমিধসের ঝুঁকি তৈরি করবে।
পাহাড় কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় মো. আক্তার হোসেন ও মো. সাহাব আলীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। তবে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।
এছাড়া পাহাড় কাটার মাটি পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।পাহাড় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।