যশোর আজ শনিবার , ২৭ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৭, ২০২৪ ৭:৪১ পূর্বাহ্ণ
কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিদের ঢামেক হাসপাতালে দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার ( ২৬ জুলাই ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান প্রধানমন্ত্রী। তিনি আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। আহতদের সুচিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা,স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে  প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ( ২৫ জুলাই ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। শুক্রবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি ) ভবন পরিদর্শন করেন তিনি। কোটা সংস্কার আন্দোলন কালে এসব স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছিল। ক্ষয়ক্ষতির চিত্র দেখতে এসব স্থাপনা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

সর্বশেষ - সারাদেশ