সর্বশেষ খবরঃ

কেশবপুরে ভেঙে ফেলা হচ্ছে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়

কেশবপুরে ভেঙে ফেলা হচ্ছে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়
কেশবপুরে ভেঙে ফেলা হচ্ছে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে। জমির মালিকানা দাবি করে কিছু ব্যক্তি ওই কার্যালয়টি ভেঙে ফেলছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এই জমি তাদের। তবে তাদের কিছু বলার নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি কেশবপুর-পাঁজিয়া সড়কে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) কার্যালয়ের সামনে অবস্থিত। চার শতক জমিতে নির্মিত দোতলা ভবনে চলছিল তাদের অফিস। এখানে কিছু জমি তৎকালীন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ ও কেশবপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মীর রেজাউল হোসেনের দখলে রয়েছে। জমির মালিকরা বলছেন, তাদের ৩০ শতক জমি জোর করে দখল করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে।

কেশবপুর-পাঁজিয়া সড়কে ১৪ বছর ধরে কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। এর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালও তৈরি করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদের তিন ভাগের দুই ভাগ ভেঙে ফেলা হয়েছে। জানালাগুলো ভেঙে সমান করে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরেই ওই ভবন কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়। সেখানে জমির মালিকানা নিয়ে আদালতের আদেশ-সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ‘২০১০ সালে আকরাম হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ১৫ হাজার টাকায় জমি কিনে ভবন করা হয়। এরপর থেকেই ভবনের জায়গার দাবিদাররা আদালতে মামলা করে চলেছেন। সে কারণে নামজারি করা যায়নি।

তিনি আরও বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান। এরপরেও কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। দল ক্ষমতায় নেই, এখন আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই।

এ ব্যাপারে কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলার ব্যাপারে মৌখিকভাবে শুনেছি। তবে কোনও পক্ষ কিছু জানায়নি।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প