
রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বুধবার সকালে বজ্রপাতে শামিম ( ২৫ )নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। নিহত শামিম উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,শামিম নিজ এলাকার সাগরদত্তকাটি গ্রামের আমতলা নামক স্থানে একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
নিহত শামিম হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাছের ঘেরে কাজ করতেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু কালে তিনি পিতা, মাতা, স্ত্রী ও তিন বছরের এক শিশুপুত্রকে রেখে গেছেন।