রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরে রাইটস অব দলিত’স প্রকল্পের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে দলিত যুবক ও যুবতীদের সামাজিক লিঙ্গ, মূল্যবোধ, বয়সন্ধি, বাল্যবিবাহ এবং অন্যান্য জীবনমানের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ১৩ নভেম্বর বিকালে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ প্রদান করেন রাইটস অব দলিত’স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আঞ্জুমান আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি ও প্রশিক্ষক সৈয়দ রাব্বি।
রাইটস অব দলিত’স প্রকল্পের ফোকাল পার্সন উত্তম কুমার দাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার তদন্ত ওসি শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
দলিতের বাস্তবায়নে ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় “জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে উক্ত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।