স্টাফ রিপোর্টার :: যশোরের বন্দরনগরী বেনাপোলে “এনজি এম এল এম কোম্পানীর”কর্মকান্ডকে ঘীরে জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকান্ডের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলেও ইতিমধ্যে বেনাপোল এলাকায় কয়েকশো গ্রাহক রয়েছে কোম্পানীর। যাদের বিনিয়োগকৃত মূলধন ঝুঁকিতে পড়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বেনাপোল বাজারস্থ সিরাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়ায় অফিস নিয়ে তারা গ্রাহক বৃদ্ধিতে সভা,সেমিনারের আয়োজনসহ অফিস কার্যক্রম পরিচালনা করছেন কর্তৃপক্ষ।
গত বুধবার ( ১৯ ফেব্রুয়ারী ) ঢাকা থেকে প্রকাশিত ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার জয়ন্তসহ গনমাধ্যমকর্মীদের একটি টিম সংবাদ সংগ্রহ কাজে এনজি গ্রুপের বেনাপোল অফিসে ঢুকলে “এনজি এম এল এম কোম্পানীর”কর্মকান্ড জনসন্মুখে প্রকাশ পাই।
সংবাদ সংগ্রহে আসা গনমাধ্যমকর্মী ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় এলাকার একটি ভবনে অবৈধ্য পক্রিয়ায় “এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ” এর সাইনবোর্ড ঝুলিয়ে ক্লিনিক ব্যবসা পরিচালনার জন্য গ্রাহক প্রতি ৩ হতে ৫লাখ টাকায় শেয়ার বিক্রি করছে কর্তৃপক্ষ।
এ ছাড়াও সাইনবোর্ডকে পুঁজি করেই বৈধ্য কাজপত্র ছাড়াই দেদারসে মাল্টি লেভেল মার্কেটিং (এম এল এম ) ব্যবসা পরিচালনা করছে বেনাপোল এলাকায়। বিনিয়োগের ১ মাসের পর দ্বিগুন টাকা ফেরত, গ্রাহক ঢোকালেই বোনাস প্রাপ্তি,এনজি গ্রুপের বিভিন্ন প্রতিষ্টানে মালিকানায় অংশিদারিত্বের সুযোগ,প্রতিদিনই নগদ ক্যাশ টাকা উত্তোলনের মত লোভনীয় অফার ঘোষনা দিয়ে সর্বনিন্ম ১১হাজার হতে শুরু করে বিভিন্ন ধাপে ৫৫হাজার,১লাখ ও ২লাখ টাকা নিয়ে বিনিয়োগকারী সংগ্রহ করছে।
কোম্পানীর এ চটকদার ঘোষণায় না বুঝেই টাকা বিনিয়োগের উপযুক্ত প্রমানপত্র ছাড়াই হুড়মুড়িয়ে পড়ছে এলাকার নিরীহ জনসাধারণ। সংবাদের সত্যতা যাচায়ে এলাকায় ব্যাপক খোঁজ খবর নিলে তাদের বে আইনী কর্মকান্ডের সত্যতা মেলে।
শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের ইস্রাফিলের ছেলে আল মামুন ও বেনাপোলের শিক্ষক আব্দুর রহমান এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ বিনিয়োগ করার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা এখন কোম্পানীর প্রতিনিধি হয়ে মাঠ পর্যায়ে গ্রাহক সংগ্রহ করছি।
প্রতিদিনের টাকা উত্তোলন প্রশ্নে তিনি জানান,টাকা জমা দিলে অনলাইনে একটি আইডি খুলে দেওয়া হবে ও একটি অ্যাপসে আপনাকে লগইন করে দেওয়া হবে। অ্যাপসে ঢুকে আপনি লাইক শেয়ার দিয়ে প্রতিদিন ১শত টাকা ও ৫শত টাকা উত্তোলন করতে পারবেন যা বিকাশে পেয়ে যাবেন।কোম্পানীর মালিকের পরিচয় জিজ্ঞাসায় শার্শা উপজেলার দৌলৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন বলে আরো জানান।
এনজি এম এল এম কোম্পানীর বৈধতা জানতে মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে শাহাবুদ্দিনের সাথে কথা বললে তিনি প্রতিনিধিকে কে জানান,এ ধরনের ব্যবসার সাথে তিনি জড়িত নন। তবে এনজি ডায়গনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ ( প্রস্তাবিত )নামে একটি প্রতিষ্ঠান খোলার জন্য তিনি কাগজ পত্র জমা দিয়েছেন যা প্রক্রিয়াধীন রয়েছে।সেমতে একটি বিল্ডিং ভাড়া নিয়ে তিনি সাইনবোর্ড ব্যবহার করছেন বলে নিশ্চিত করেন।
বিষয়টি নিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজা আক্তারের সহিত যোগাযোগ করলে তিনি বলেন,“এনজি ডায়াগনস্টিক এন্ড জেনারেল হসপিটাল লিঃ” নামে আমার কাছে কোন আবেদন জমা হয়নি বা বিষয়টি আমি অবগত নই।
স্বাস্থ্য মন্ত্রাণালয় বা তৎসংশ্লিষ্ট অফিস হতে লাইসেন্স প্রাপ্তির পূর্বে সাইনবোর্ড ঝুঁলিয়ে শেয়ার বিক্রির বৈধতা জানতে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান,এ ধরেনের কার্যক্রম সম্পূর্ন বেআইনী।কেউ যদি এ ধরনের কার্যক্রম পরিচালনা করে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।