যশোর আজ বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অনুমোদন দেওয়া হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২৭, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
অনুমোদন দেওয়া হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আনোয়ার হোসেন :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) বিকালে অফিসিয়াল ফেসবুক পেইজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।যশোর জেলায় সংগঠনের নব নিযুক্ত সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ১০১ জনের এই জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাশেদ খানকে এবং সদস্যসচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে।

এ ছাড়াও কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন– আব্দুল্লাহ আল-মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, বিএম আকাশ,সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি,আহমদ হাকিম,মোহাম্মদ ফরিদ হাসান,দেবব্রত দাস।

যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির,সামিউল ইসলাম শিমুল,রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা,এসএম দেলেনুর কবির।

সংগঠক হয়েছেন– রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান,নয়ন আহমেদ,মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম,মেজবাউর রহমান রামিম,ইব্রাহিম খলিল।

এবং ৪৮ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ