যশোর আজ রবিবার , ১৭ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বানখেড়েকে ভালো কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দিলেন আরিয়ান

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৭, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
বানখেড়েকে ভালো কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দিলেন আরিয়ান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সমীর বানখেড়েকে ভালো কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দিলেন শাহরুখ পুত্র। ১৫ দিন হয়ে গেল মাদক মামলায় কারাগারে আছেন সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খান।

জীবনে যে কখনো এমন খারাপ অবস্থার ভেতর দিয়ে যেতে হতে পারে,কারাগারে কাটাতে হতে পারে নির্ঘুম রাত,এটা না আরিয়ান, না তাঁর পরিবার, কেউ কল্পনা করতে পারেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে আজ তিনি আর্থার রোড কারাগারের এক সাধারণ বন্দী।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর ( এনসিবি ) হেফাজতে থাকা অবস্থায় এজেন্সির লোকেরা আরিয়ান খানকে কিছু পরামর্শ দিয়েছিলেন। আর এই কাউন্সেলিং সেশনের সময় তিনি এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়েকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাড়া পাওয়ার পর ভালো কাজ করবেন,একদিন তার জন্য তাঁরা গর্ব বোধ করবেন।

এনসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, বানখেড়ে, সমাজকর্মীসহ কর্মকর্তাদের কাউন্সেলিং চলাকালে আরিয়ান বলেছিলেন যে মুক্তির পর তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের সামাজিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। ভবিষ্যতে এমন কিছু করবেন না, যাতে ভুল কারণে তাঁকে আবার প্রচারের আলোয় আসতে হয়। তিনি বলেছিলেন, ‘বরং আমি এমন কিছু করব, যাতে করে আমার জন্য আপনারা গর্ববোধ করেন।


২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় এনসিবি। এ পার্টি থেকে আরিয়ানসহ অনেককে আটক করে তারা। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, অভিনেতা আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও ১৭ জনকে গ্রেপ্তার করে এনসিবি।

গত বৃহস্পতিবার শুনানি শেষে বলিউডের এই তারকা সন্তানকে আদালত ১৪ দিনের জন্য জেলে পাঠিয়েছেন। শুক্রবার জামিন আবেদন করলেও তা নাকচ করে দেন আদালত।

সর্বশেষ - সারাদেশ