যশোর আজ বুধবার , ১৩ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্য আটক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৩, ২০২১ ৭:৪০ পূর্বাহ্ণ
ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্য আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের কাছে থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার ( ১২ অক্টোবর ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুরর প্রমূখ।

আটককৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার গোপালপুর ( কালিখোলা ) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই’র ছেলে লিটন সিপাই ( ২২ ), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক ( ২৫) ও আরিফ প্রামানিক ( ২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা ( ২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা ( ২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ ( ২৭)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) জামাল পাশা বলেন, আটকৃতরা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে জড়িত। তাদের বিকালে ফরিদপুরের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ