স্টাফ রিপোর্টার :: ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের কাছে থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার ( ১২ অক্টোবর ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুরর প্রমূখ।
আটককৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার গোপালপুর ( কালিখোলা ) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই’র ছেলে লিটন সিপাই ( ২২ ), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক ( ২৫) ও আরিফ প্রামানিক ( ২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা ( ২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা ( ২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ ( ২৭)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) জামাল পাশা বলেন, আটকৃতরা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে জড়িত। তাদের বিকালে ফরিদপুরের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।