যশোর আজ রবিবার , ২৫ মে ২০২৫ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হাবিপ্রবির ভিসির ভবনের সামনে মাঝ রাতে ছাত্রীদের বিক্ষোভ

প্রতিবেদক
Jashore Post
মে ২৫, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
হাবিপ্রবির ভিসির ভবনের সামনে মাঝ রাতে ছাত্রীদের বিক্ষোভ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: হাবিপ্রবিতে মাঝ রাতে ভিসির ভবনের সামনে বিক্ষোভ করেন শেখ সায়েরা খাতুন আবাসিক হলের ছাত্রীরা। যার নেপথ্যে রয়েছে এক শিক্ষার্থীর তার রুমমেটদের গোপনে মোবাইলে ছবি ও ভিডিও ধারণের তথ্য। অভিযুক্ত শিক্ষার্থীর বিচারের দাবিতে হলের বাকী ছাত্রীরা ভিসির ভবনের সামনে বিক্ষোভ করেন বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( হাবিপ্রবি )শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা অভিযোগে শনিবার ( ২৪ মে ) এক ছাত্রীকে হল থেকে বের করে দিয়েছে ওই হলের ছাত্রীরা। অভিযুক্ত শিক্ষার্থীর নাম মুস্তাফসীরা মিমি। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ,মুস্তাফসীরা মিমির অত্যাচারে কোনো রুমমেট থাকতে পারতো না। চুরি থেকে শুরু করে আরো নানারকম মানসিক অত্যাচারও তিনি করতেন রুমমেটদের উপর। এর পূর্বেও হলসুপারের কাছে তার নামে বিচার দেয়া হয়েছিলো, কিন্তু কোনো পদক্ষেপ না নিয়ে বরং রুমমেটদেরকে মানিয়ে নিতে বলা হয় হল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীদের বক্তব্য থেকে জানা যায়,দীর্ঘদিন থেকে তার সব রুমমেটরা তাকে সন্দেহ করতো যে সে মোবাইলফোন ব্যবহার ও ভিডিও কলের বাহানায় লুকিয়ে তাদের ছবি/ভিডিও ধারণ করে। সন্দেহের জেরে তার অনুপস্থিতে অভিযুক্তের বর্তমান রুমমেটরা তার ফোন চেক করলে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের গ্যালারিতে তাদের ছবি যেগুলো তিনি অজান্তে লুকিয়ে তুলেছিলেন সেগুলো পায়। পরবর্তীতে মেয়েরা হল সুপারসহ প্রক্টরকে জানায়। হল প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয় এবং তার ফোন জব্দ করে।

এঘটনায় মাহফুজা মিথুন নামের এক ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন,দীর্ঘদিন থেকে তার সব রুমমেটরা তাকে সন্দেহ করতো যে তিনি ফোনে তাদের ছবি/ভিডিও নেন, ফোন সবসময় অন্যদের দিকেই তাক করা থাকতো। কিন্তু বসে ফোন চাপলে তো এতোটাও বোঝা যায়না। উনি রুমেই ভিডিও কলে কথা বলতেন, রুমমেটদের দিকে ক্যামেরা তাক করে দেখাতেন যা আমরা সন্দেহ করলেও সেভাবে বিশ্বাস করিনাই। গতকাল রাতে সেই সন্দেহ এতোটাই বাড়ে যে উনার বর্তমান রুমমেটরা উনি গোসলে গেলে ফোন চেক করেন।

হোয়াটসঅ্যাপে যেয়ে প্রচুর অ্যাবিউজিং চ্যাটিং তারা খুঁজে পায়, সাথে গ্যালারিতে তাদের ছবি যেগুলো তিনি ওদের অজান্তে তুলেছিলেন। আমরা হল সুপার স্যারদের সহ প্রক্টর স্যারকে ইনফর্ম করি, স্যারেরা আসেন, উনাকে হল থেকে বের করে দেয়া হয়েছে এবং উনার ফোন জব্দ করা হয়েছে যা প্রক্টর স্যারের কাছে গচ্ছিত আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃ মোঃ শামসুজ্জোহা বলেন,হলের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে যাই। শিক্ষার্থীরা যেসকল অভিযোগ করেছে তার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। অধিক তদন্তের জন্য তার ফোন প্রশাসনের কাছে জব্দ রয়েছে।

সর্বশেষ - সারাদেশ