আনোয়ার হোসেন :: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, টি-শার্ট,পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট,বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
গতকাল সোমবার ৫ই মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )এর টহল দল,বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত বিভিন্ন ভারতীয় মালামাল কাস্টমে জমা করা হয়েছে।