যশোর আজ রবিবার , ৪ মে ২০২৫ ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
মে ৪, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স ম জিয়াউর রহমান :: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন,তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়। বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন,একটি জনভিত্তিক,ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তিপ্রস্তর।

সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্খার বাস্তবায়ন ঘটে,সাম্য ও ন্যায়বিচারভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে-সেটিই আমাদের অভীষ্ট লক্ষ্য।তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তারুণ্যদীপ্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

রবিবার ( ৪ মে )বিকালে নগরীর আগ্রাবাদ এলাকায় আগামী ১০ মে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান সিকদার সোহাগ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার,মতপ্রকাশের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। পর পর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।

আমাদের লক্ষ্য তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ করা। আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করা।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আলমগীর, মোখলেছুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মোঃ লিটন,সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম,সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ,সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, সদস্য মোঃ জাবেদ, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক সজল বড়ুয়া,মোঃ জাহাঙ্গীর হোসেন,মজিবুর রহমান বাবু,সদস্য মোঃ কালাম,মোঃ আমিন সহ নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

সর্বশেষ - সারাদেশ