বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌরসভার দীঘীরপাড় এলাকাধীন হাইওয়ে সড়কের পাশে একটি বহুতল ভবন নিমার্ণের কাজে প্রভাবশালী মহল কর্তৃক রেলওয়ের সম্পত্তি জবর দখলের অভিযোগ ওঠেছে। স্থানীয়দের বাধাঁর মুখে রেলওয়ে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণাধীন ভবন মালিককে এক সাইডের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে স্টেশনের জি আরপি পুলিশের ইনচার্জ এস আই মোঃ মনির হোসেন জানান,অভিযোগের প্রেক্ষিতে জি আরপি পুলিশ ঘটনাস্থলে যায়। রেল কর্তৃপক্ষের উপস্থিতে পুনরায় মাফ দিয়ে ভবনের পিলার নির্মানের জন্য রেলওয়ের সম্পত্তি দেখাশোনায় নিয়োজিত আই ডাব্লিও ডি সদস্যদের উপস্থিতে ভবন মালিককে একপাশের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে শনিবার ( ৩ মে ) সকালে দিঘীরপাড় গ্রামের বাসিন্দা ইস্রাফিল ( ৪৭ ) আমদানি কারক ও স্যানেটারী ব্যাবসায়ী বহুতল ভবনের আর সি সি পিলার ঢালাই কাজের শুরুতে রেলওয়ের জমি দখলের অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষের বাধাঁর মুখে পড়ে।
ভবন মালিক ইস্রাফিল জিরো থেকে অল্পদিনে কোটিপতি বনেছেন বলে আরো জানা গেছে। তার বিরুদ্ধে বেআইনী ব্যবসা পরিচালনার গুঞ্জন রয়েছে এলাকায়।
অভিযোগ বিষয়ে জানতেে ইস্রাফিলের সহিত যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় তার বক্তব্য পাওয়া যাইনী।