যশোর আজ সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভারতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশ প্রতিনিধিরা 

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ১৬, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
ভারতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশ প্রতিনিধিরা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে কলকাতায় ঢাকা থেকে প্রতিনিধি দল যাওয়া নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে রবিবার ( ১৫ ডিসেম্বর )সেখানে পৌঁছেছেন নয় সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল।

ওই দলে বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

প্রতি বছর ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫৪ বছর আগে আজকের দিনেই ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর ৯৩ হাজার সেনা আত্মসমর্পণ করেছিল। এই ঐতিহাসিক ঘটনা স্মরণে দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ বছর প্রতিনিধি দল আসবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক চাপ ও বিদেশে সচিব পর্যায়ের আলোচনার পরই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। ফলে, ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিযোদ্ধারা এবারও কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন।রবিবার কলকাতায় পৌঁছালেও প্রতিনিধি দলের সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

সোমবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুরে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত