যশোর আজ মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল পৌর এলাকার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৩, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
বেনাপোল পৌর এলাকার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকার নাগরিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ আজ শুরু হয়েছে। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) সকাল হতে বেনাপোল পৌরভবন থেকে পৌর নাগরিকদের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবারহ করা হচ্ছে।

বেনাপোল পৌরসভা সূত্র হতে জানা গেছে,সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আগামী সোমবার পর্যন্ত ৯টি ওয়ার্ডের ২৩ হাজার ৯৫১জন ভোটারের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

স্মার্টকার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্য ভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকবে যা ,মেশিনে পাঠ যোগ্য হবে বলে আরো জানা গেছে। এর আগে সকাল ১০টায় শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ডাঃ কাজী নাজিব হাসান ৭ দিন ব্যাপী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইয়াসমিন,উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

পর্যায়ক্রমে সমস্ত শার্শা উপজেলা জুড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেন। আগামী ফ্রেবুয়ারী মাস পর্যন্ত ১১টি ইউনিয়নের ১ লাখ ৪ হাজার ৪৩৬ জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন ব্যাক্তি স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রত্যাশী দেশের বাইরে অবস্থারত থাকায় বা অন্যান্য কারণে পরিচয় পত্র সংগ্রহ করতে ব্যার্থ হলে পরবর্তীতে শার্শা উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে।

সর্বশেষ - সারাদেশ