যশোর আজ বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ১৪, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রতিপাদ্যের বিষয় ছিল “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা,জবাবদিহিতা ও অংশগ্রহণ”।

বুধবার( ১৩নভেম্বর )বিকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারস্থ ফোর পয়েন্ট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ শীর্ষক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম’র সভাপতি সাধন কুমার চাকমা।

এ শীর্ষক মতবিনিময় সভায় জেলা পর্যায়ে স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়নে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে একযোগে কাজ করা।

সেবাপ্রদানকারী ও সেবা গ্রহণকারীর সাথে বন্ধুত্বসূলভ আচরণ এবং সকলে ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান তারা।এছাড়াও খাগড়াছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান ও বিভিন্ন সমস্যাসমূহ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা।

সভায় জাবারং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মেমং মারমা,

বাংলাদেশ হেল্থ ওয়াচের সমন্বয়ক মাহরুবা খানম,বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( অবসরপ্রাপ্ত ) ত্রিনা চাকমা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,সমাজকর্মী ধীমান খীসা,জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমাসহ জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের অন্যান্য সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ - সারাদেশ