স্টাফ রিপোর্টার :: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর একে একে বের হচ্ছে বেনাপোল পৌরকর্তৃপক্ষের লাগামহীন অনিয়ম-দূর্নীতির চিত্র।এসকল অনিয়ম ও অবৈধ্য কর্মকান্ডের মাস্টার মাইন্ড পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃমোশারফ হোসেন। সরকারী এক প্রজ্ঞাপনে সাবেক মেয়র অপসারণ পূর্বক বর্তমান বেনাপোল পৌরসভার প্রশাসক হচ্ছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অতিরিক্তি অর্থ গ্রহণ পূর্বক পৌর এলাকার বাসিন্দাদের নতুন ভবন নির্মাণ কাজের অনুমোদন প্রদান,অর্থ আদায়ের কৌশল পূর্বক বেনাপোল পৌরসভার নিবন্ধিত প্রকৌশলী ছাড়া অন্য প্রকৌশলীর দেওয়া বাড়ি তৈরীর নকশা গ্রহণ না করা। বাড়ি তৈরীর ক্ষেত্রে পৌরসভার ধার্য্যকৃত ফিস ছাড়াও অতিরিক্ত টাকা আদায়, ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের বিল আটকিয়ে কমিশন আদায়,ঘুস বানিজ্যের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সহায়তা করা।
প্রকৌশলী মোশারফের নির্দেশে এলাকায় ব্যাক্তি মালিকানাধীন চলমান কাজে কৌশলে বাধাঁ প্রয়োগ করে অর্থ আদায়,উৎকোচ প্রাপ্তিতে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ হতে র্ণিমানাধীন কাজের সিডিউল মোতাবেক কাজ বুঝে না নেওয়া ।পৌরসভার নিজিস্ব অর্থায়নে নির্মিত উন্নয়ন ও সংস্কার কাজে মাত্রারিক্ত ব্যায় বৃদ্ধিতে সহায়তা করার মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট,ওভারহেড ট্যাংক নির্মাণ ও পৌর এলাকার ২২ কিলোমিটার নতুন পাইপ লাইন সম্প্রসারণ ও পানির মিটার স্থাপন কাজের বিনা রশিদে পৌর নাগরিকদের কাছ হতে পানির সংযোগ ফিস বাবদ টাকা উত্তোলন ও আত্নসাৎ চেষ্ঠার অভিযোগ মিলেছে।
অভিযোগের সত্যতা অনুসন্ধানে পৌর এলাকার স্থানীয় বাসিন্দা ও দিঘীরপাড় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিম উদ্দিন গাজীর সাথে কথা বললে রশিদ বিহীন ও পৌর কর্তৃপক্ষের রেজুলেশন ছাড়া পানির লাইনের সংযোগ প্রত্যাশীদের কাছ হতে পৌরকর্তৃপক্ষের টাকা উত্তোলনের সত্যতা মেলে।এমনকি প্রকৌশলী মোশারফের দেওয়া পরিকল্পনা মাফিক সাবেক মেয়ররা কাউন্সিলরদের মতামত ছাড়াই সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা যায়।
বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব থাকা অবস্থায় বেনাপোল পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ হিসাবে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ,সড়ক বাতি স্থাপন,ড্রেন,পৌর গেট নির্মাণসহ যত কাজ হয়েছে তা নিন্মমানের ও কোনটাই টেকসই হয়নী বলে স্থানীয়রাও অভিযোগ জানান।
ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি ও পানির লাইনের সংযোগ প্রত্যাশীদের কাছ হতে টাকা উত্তোলনকারী নারায়রপুর গ্রামের মহাসিন পৌর এলাকার ১হাজারের অধিক গ্রাহকের কাছ হতে বিনা রশিদে ৩শত টাকা করে নেওয়ার কথা স্বীকার করে জানান, গত ৫ আগস্ট পরবর্তী ৫৫ হাজার টাকা প্রকৌশলী মোশারফের কাছে জমা দিয়েছেন। বিষয়টি টি খতিয়ে দেখতে উর্দ্ধতণের নির্দেশে তদন্ত কমিটির প্রধান হিসাবে ইতিমধ্যে রাকিবুল ইসলাম ( সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,ঝিকরগাছা )ঘটনার তদন্ত করেছেন বলে নিশ্চিত করেন।
পানির লাইনের সংযোগ প্রত্যাশীদের টাকা তার কাছে জমা রাখার কারন জানতে চাইলে প্রকৌশলী মোশারফ তা অস্বীকার করেন।প্রকৌশলী মোশারফ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় বেনাপোল পৌরসভাকে দূর্নীতির আখড়ায় পরিনত করে কালো টাকার পাহাড় গড়লে তার হয়রানী ও নির্যাতনের ভয়ে অভিযোগ জানাতে পারেনা ভূক্তভোগী পৌর নাগরিকরা।
অভিযোগ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,ভূক্তভোগীদের লিখত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
পাবনা জেলার সোজানগর উপজেলার শ্যামনগর গ্রামের মোঃ আব্দুল গফুর প্রমানিকের পুত্র মোশারফ চাকুরির সুবাধে ২০০৯ সালে সহকারী প্রকৌশলী হিসাবে বেনাপোল পৌরসভায় যোগদান করেন।এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি অনেকটাই আলাদিনের চেরাগ পাওয়ার মত রাতারাতি ভোল পাল্টে বনে যান প্রচুর সম্পদ অর্থবিত্তের মালিক।
বিদেশে নাগরিকত্ব পাওয়ার আশায় নিজের ছেলেকে পাঠিয়েছেন কানাডা। লবিং করে বদলী ঠেকিয়ে একই কর্মস্থলে বেনাপোল পৌরসভায় ১৫ বৎসরের বেশী সময় ধরে অবস্থান করে দূর্নীতিগ্রস্থ সাবেক মেয়রদের দোসর হয়ে ঘুস বানিজ্যের মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা।প্রকৌশলী মোশারফের নিজ এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করা ও রাজধানীর সাভার এলাকাসহ অন্যান্য এলাকায় একাধিক বিলাসবহুল বহুতল ভবন থাকার গুঞ্জন রয়েছে।যা দূর্নীতি দমন কমিশন দুদকের সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে।
অভিযোগ বিষয়ে প্রকৌশলী মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বলে জানান। সম্পদ বিবরনীর হিসাব জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন। দূর্নীতিগ্রস্থ এ কর্মকর্তার অফিসিয়াল সকল কর্মকান্ডের পূণঃতদন্দ দাবী করেছে এলাকার সুশীল মহল।
উল্লেখ্য,ভারত সীমান্ত ঘেষা জনপদের ১৭.৪০ বর্গ কিঃ মিঃ এলাকা জুড়ে রয়েছে যশোরের বেনাপোল পৌরসভার সীমানা। বিগত ২০০৬ সালে বেনাপোল পৌরসভা স্থাপিত হয়ে২০১১সালে “ক” শ্রেনীর পৌরসভার স্থান পায়। পৌরসভাটির মোট জনসংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৯৪জন। বেনাপোল পৌরসভার অধীনে কাস্টমস হাউস, স্থলবন্দর, রেলওয়ে স্টেশন,হাট-বাজার,ব্যাংক,বীমা প্রতিষ্ঠান,আবাসিক হোটেল,বাস টার্মিনাল,ট্রাক টার্মিনালসহ নানা স্থাপনা রয়েছে যেখান হতে একটি বড় অঙ্কের কর জমা হয় পৌরসভায়।এ কারনে দেশের অন্যান্য পৌরসভার তুলনায় বেনাপোল পৌরসভার আয় বেশী।