যশোর প্রতিনিধি :: যশোরের অভযনগর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ১টি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ মোঃ জসিম সরদার নামের সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গত রোববার (২৭ অক্টোবর)গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করে র্যাব। সে অভয়নগর থানাধীন সিরাজকাঠী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বলে জানায়। ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো এবং তার বিরুদ্ধে যশোরের বেনাপোল পোর্টথানায় ১টি আস্ত্র আইনে মামলা রয়েছে যা বিচারাধীন বলে র্যাব সুত্র নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আসামী ও আলামত অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।