যশোর আজ রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৩, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
বেনাপোলে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলপোর্টথানাধীন বোয়ালিয়া ( পশ্চিম পাড়া )গ্রামে নিজ পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে মোঃ কামালকে (৪২)আটক করেছে পুলিশ।এসময় ভূক্তভোগী গৃহবধু ও তার স্বামী রাজু ( ২৩ )কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাযতে নেওয়া হয়েছে।

শনিবার ( ১২ অক্টোবর ) রাতে এলাকাবাসী ধর্ষক কামালকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্ঠাকালে হাতে নাতে ধরে পুলিশে সোপার্দ করে। সে বোয়ালিয়া গ্রামের ভ্যানচালক মোকলেচের পুত্র।

প্রতিবেশীরা জানান,গৃহবুধু হালিমার বাপের বাড়ী নড়াইল জেলায় ও সে একজন হত-দরিদ্র পরিবারের মেয়ে।গত এক বছর আগে রাজুর বউ চলে যাওয়ায় হালিমাকে দ্বিতীয় বৌমা হিসাবে সংসারে আনেন লম্পট কামাল ও তার পরিবার। কামালের নিজ স্ত্রী ভারতের বোম্বে অবস্থান করায় সে প্রায়ই তার বৌমাকে উত্যক্ত করতো।ছেলে রাজু ইজি বাইক চালানোর সুবাধে দীর্ঘরাতে বাড়ি ফিরত। এ সুযোগে কামাল বৌমাকে নানা প্রকার ভয়-ভিতী দেখিয়ে একাধিকবার জোরপূর্বক অনৈতিক কাজে মিলিত হয়েছে। অসহায় মেয়েটি শ্বশুরের পাশবিকতা সহ্য করতে না পেরে প্রতিবেশী ভাবীকে জানাই।

ভাবীর সহযোগীতায় এলাকাবাসী লম্পট কামালকে ধরার জন্য সন্ধ্যা হতে ওৎ পেতে থাকে। বাসা ফাঁকা থাকার সুযোগে বৌমার ঘরে ঢুকে জড়িয়ে ধরলে এলাকাবাসী তাদেরকে আটকিয়ে পুলিশে খবর দেয়। গ্রামবাসীর মারধরের মুখে সকলের সন্মুখে কামাল তার কুকির্তীর কথা স্বীকার করেছে বলে আরো জানা গেছে। লম্পট কামাল এর আগেও রাজুর প্রথম বউ এর সহিত এ ধরনের কর্মকান্ড করেছে বলে এলাকাবাসী আরো জানাই।

বেনাপোল পোর্টথানার ডিউটি অফিসার এ এস আই জাহিদ গ্রামবাসীর খবরে বোয়ালিয়া গ্রামের অভিযুক্ত লম্পট কামালকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনো মামলা রুজু হয়নি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত